দূরত্ব আর প্রশ্ন, কিছুটা আবেগ উষ্ণ
নীলগিরী আর হিমালয়, সমর্পন বা অভিনয়
কোনটারই রেখা মেলেনা ,তবুও জীবন থামেনা
যদির আশায় বিভোর হয় , কস্তুরী তবু চেনেনা


স্থাপত্য আর বৃক্ষ, সুখমিশ্রিত দু:খ
হিমবাহ আর মোহনা, প্রতিবিম্বের আয়না
সৃষ্টির থেকে কালের গর্ভে, আকাঙ্খা তবু মেটেনা
বিষবৃক্ষরা শিকড় ছড়ায়, সামগীত সুরে বাজেনা


আমি ও আমার গন্ডি, হিসেবের পাকদন্ডি
বিনিয়োগ আর সন্ধি, রঙ করা কিছু ফন্দি
গনতন্ত্রের শিঙা ফোকে শুধু ,তবুও চক্র ঘোরেনা
আমি তুমি বাঁধা সীমানার তারে, হাতে হাত আর মেলেনা......