মা
রুমা চৌধুরী


মাগো, আজ দুইহাত জুড়ে বন্দনা করি তোমায়
তুমি শক্তি                       তুমি মুক্তি
মঙ্গলময় স্নেহের আশীষে য্ন্ত্রনা কর ক্ষয়।


তবু মা তোমার মাতৃরূপকে প্রতিদিন দিই বলি
বধূকে পুড়িয়ে            ভ্রুণ কে মেরে
বেঁধেছি শতেক নিয়মের ডোরে বাড়ন্ত ফোটা কলি।


মাগো, তোমার প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে
ভক্তিতে পূজি         যুক্তিতে খুঁজি
প্রাণ হীন ওই পাথর প্রতিমা  সুখ-স্ংসারে।


তুমি সৃষ্টি, তুমি শক্তি, তবুও জননী তৃষিত কোমল অন্তরে।
তাই সত্ত্বাকে দলে          পাল্লায় তুলে
মেপেছি তোমায় সদাসর্বদা আপন ঘরে ও বাইরে।


তুমি মা দশপ্রহরণধারিনী, অসুর নাশিনী
তবু কাঁদে 'নির্ভয়া'           দোষী নির্ভয়া
একবিংশের চড়াই এর পথে হাসে বিচারের বাণী।


মা তুমি আজও জ্যোত্স্নালোকে ফুল পল্লবে কুসুমিত।
হও, আলোকিত সূর্যের সাথে রুদ্রের রূপে উদ্ভাসিত।
নতুন পৃথিবী চাইছে তোমায় নতুন রূপের অঙ্গীকারে
দুই হাত তুলে বন্দনা করি , দশপ্রহরণধারিনী এসো রে।