সরে গেছে দূরে মানুষ সময় পৃথিবী
আমি শুধু বদলের গান শুনি
এই যে তোমাদের সাথে দেখা করার সাধ
জন্মানোর পূর্বেই মারা গেল
এই যে ক্রমাগত বিচ্ছেদের বিষণ্ণ ইতিহাস
গলে গলে লোপ পায় বরফের মতো
পাঠ্যপুস্তকে এসবের কোনও জায়গা নেই
বাড়ির কার্ণিশে বসা মৃতপ্রায় কোকিলের
শেষ গানের মতো আমাকেও ভুলে যেও...
পৃথিবীর সব ভালোবাসা ফুরিয়ে এলে
না'হয় জন্ম নেব আবার তোমাদের মাঝে
পার্থিব গোলকে নাকি প্রেম ফিরে ফিরে আসে...