বৈগুণ্য লিখনী
______________________________
আমি লিখতে চাই!
কি লিখতে চাই, ঠিক জানি না!
কিন্তু আমি লিখবো।


হয়তো লিখতে চাই
একটি নির্বাক আর্তনাদ,
নির্বাক হলেও বিদারক তীব্র!
যে আর্তনাদ প্রবল পীড়নে নাদ বর্জিত!


অথবা লিখতে চাই
একটি নিগূঢ় হাহাকার,
নিগূঢ় তবে বাকশক্তিহীন!
কিন্তু কোথাও কোন দুঃখাপনোদন নেই!


কিংবা লিখতে চাই
একটি নীল বেদনার ক্ষত,
ক্ষতের গর্ভ ক্রমশঃ কালচে বর্ণ!
কিন্তু জনবসতির কোন ভ্রুক্ষেপ নেই!


নতুবা লিখতে চাই
একটি প্রান্তবর্তী ক্ষুধা,
ক্ষুধার তাড়নায় অন্তিম শয্যাগত!
কিন্তু ব্রক্ষান্ড ব্যাপী নরত্ব বিলুপ্তপ্রায়!


হয়তো লিখতে চাই
একটি বিষদুষ্ট শীৎকার,
যা পুলক বিবর্জিত ও জরুরৎমুন্ডিত!
কিন্তু পৃথিবীজ বিবেক বিস্ময়কর বীতস্পৃহ!


অথবা লিখতে চাই
একটি ধ্বনি শূন্য প্রতিবাদ,
প্রচন্ড প্রতিবাদে অনৈতিহাসিক প্রদাহ!
দেহযষ্টি বিদারে তমসাচ্ছন্ন উষ্ণ প্রবহণ!


কিংবা লিখতে চাই
একটি ভয়ংকর নির্যাতনের চিৎকার,
কর্ণপাতে দানবও কুর্নিশ করে মানবকে!
সৃষ্টিকূল সেরা মনুষ্যত্ব নিকৃত ও প্রমথিত!


নতুবা লিখতে চাই
একটি কিংকর্তব্যবিমূঢ় চাহনি,
যে দৃষ্টি ত্রাস অবলোকনে আতঙ্কিত!
এবং ভীত বিহ্বলতায় আমৃত্যু বোধশক্তিহীন!


কিন্তু ক্ষুব্ধ লিখনী আমার দ্রোহের যন্ত্রণায় স্তব্ধ!
অবাধ্য কাগজের খতিয়ান বিচ্ছিন্ন এবং অস্থির হয়ে উড়ছে!
লিখনীর অঙ্গ ছেদিত,
চিড় নিংড়ানো বিশীর্ণ দেহে শুধুই কৃষ্ণবর্ণ রক্তের প্রস্রবণ!
আমার আর লিখা হলো না!
______________________________
নিউইয়র্ক || এপ্রিল ২০২২