জাতীয় বীর

জীবন ও যৌবন দিয়াছে বিলায়ে,
ধরা লোকের উপকারে।
জীবদ্দশাতে হায় বুঝিল না কেহ
বুঝিল মৃত্যুর পরে।

এমন অভাগা মানব জাতী হে
বঙ্গ মাতা যে তোর।
রক্ত ঝড়াতে তার করেনিকো দিধা
যিনি খুলেছে মুক্তির ডোর।

স্বার্থের তরে যারা সব কিছু করে,
ভাবে নাতো কোন কিছু।
মৃত্যুরে ভয় ওরা আজ কেন করে,
তাই বুঝি চলে পিছু পিছু।

সকল বিপদেও যারা উচু করে শির,
সামনে চলিতে চাহে।
বিরহিত ভাগ্য যে ভাবেই হোক ভালো,
তারাই কি জাতীয় বীর।