মনের গহিনে বেজেছিল মোর
কল্পলোকের  ঘন্টি,
প্রেমের আবেশে ডুবে ছিল মন
পায়নি সেদিন কোথাও শান্ত।

ব্যাথা ভরা সেই দিনগুলি যবে
স্মৃতি হয়ে আসে ফিরে,
তাইতো আজও খুজি তোমাকে
লাক্ষ মানুষের ভিরে।

তোমাকে ঘিরের স্বপ্নলোকে মোর
ছিল যে বিচরণ,
সেই তুমি আজ ভুলে গেছো মোরে
বলনি কি কারন।

বলেছিলে তুমি, মরে যাব আমি
না করি যদি তোমারে আপন,
তাইতো তোমারে মন প্রান দিয়ে
ভালো বেসেছিনু সারাক্ষণ।

কোন কারনে হারিয়ে গেলে যে
কোন সে সুখের আশায়,
অজানা মানুষের হলে তুমি গৃহীনি
আমারে ডুবায়ে নেশায়।

জানি তুমি আর আসবেনা ফিরে
বাসবেনা ভালো কভু,
ফিরে দেখা প্রেম আজও আমাকে
কাঁদায়ে চলেছে তবু।

০১/০৭/২০১৮