মানুষ মানুষ মানুষ মানুষ
মানুষ বল রে ভাই,
মানুষ চেয়ে বড়ো কিছু
এই দুনিয়ায় নাই।

হবি যদি সোনার মানুষ
মানুষ ভজন কর,
লোভ লালসা ত্যাগ করে মন
মানুষ চরণ ধর।

মূল হারা তুই পাগল পারা
মানুষ ছাড়া হলি,
চোখ ধাঁধানো কিসের মোহে
ভুল পথেতে গেলি!

তত্ব মত্ব হয়ে রে মন
নকল হয়ে গেলি,
সহজ পথের মধু ছেড়ে
বিষম খেয়ে মলি।

বিদ্দে বোঝাই বাবু হয়ে
লাভ কি আছে বল,
সব ভুলে মন দিলখোলা হ
মানুষ সাথে চল।