সত্যি বলতে সাহিত্য আমার কনোদিন প্রিয় ছিলনা,তবে লেখার জন্য প্রায় চেষ্টা করতাম,কিন্তু সফল হইনি,নিজের লেখা নিজেরই পছন্দ হতোনা।
কলেজের প্রথন বর্ষের কথা,তখন নিজেও পড়তাম আবার পড়াতাম,এখনো পড়াই।
একটা সকাল টিউশন পড়িয়ে বাড়ি ফিরছি, রাস্তার ধারে একটা ছেঁড়া গোলাপ পড়ে থাকতে দেখলাম।সেই গোলাপটা এতোটাই হৃদয়স্পর্ষী মুহূর্ত আমায় দেখিয়েছিল যা আমায় লিকতে রসদ জুগিয়েছে।তারপর জীবনের পথে ঘটে চলা নানান ঘটনাকে শব্দের ছকে বাঁধতে চেষ্টা করি।
এরকম হাজারো কথা লুখানো আছে মনের মধ্যে,শোনবার মতো বন্ধু বা শোনাবার মতো কাউকে পাইনি খুঁজে,কাগজ পেনের চেয়ে বেশি আপন।
অনেক ধন্যবাদ এই সুযোগটুকু দেবার জন্য।