একসাথে পথ
চলবে বলে
কথা দিয়েছিলে
পথের মাঝে একলা ফেলে
তুমিও চলে গেলে।
তুমি ছাড়া
সত্যি, বড়ই একা
দ্বিধায় দ্বিধায় বাঁচি
স্মৃতির ভিড়ে তাইতো রোজই
তোমার অস্তিত্ব খুঁজি।
এক জনম্,
সময় বড়ই কম
বুঝতে তুমি চাও নি
অভিমানটা থেকেই গেলো
হয়তো তেমন করে, ভালোবাসতে পারিনি।
ইচ্ছে ছিল কাব্যি করে
লিখবো তোমায়  আকাশ জুড়ে
পাইনা খুঁজে শব্দ,
ভাষা-নদী শুকিয়ে গেছে
তাই কলম'টাও স্তব্ধ