সূর্য কেন প্রতিদিন ওঠে,
ফুলগুলো এতো সুন্দর ফোটে,
বাতাস কেন বয়,
তুমি জাননা আমি জানি
কেন এমনটা হয়।


পাখিরা কেন গান গায়,
নদী কেন বয়ে যায়,
মেঘমালা দেয় কেন হাতছানি,
তুমি জাননা আমি জানি।


বসন্ত আসে প্রতি বছরে,
মাটিকে ভেজাতে বৃষ্টি পরে,
প্রজাপতি কেন এতো রঙ্গিন,
আকাশ নতুন কেন প্রতিদিন,
ময়ুর কেন পেখম তোলে,
গাংচিল মেলে ডানা,
এর উত্তর তুমি জাননা
আমার আছে জানা।


এই আমি কেন আজও বেঁচে আছি,
পৃথিবীতে কেন বারবার আসি,
কে আমার প্রিয়,কারে ভালোবাসি,
কার দুঃখে কাঁদি,কার সুখে হাসি,
কার স্মরণে লিখেছি আমি
এই কবিতাখানি,
তুমি জাননা কোনও কিছুই
শুধুমাত্র আমি জানি।


তোমার জন্য প্রেম ভালবাসা
সব হয়েছে সৃষ্টি,
তোমার জন্য পালাক্রমে আসে
হেমন্ত,শীত,বৃষ্টি,
পৃথিবী ঘোরে সূর্যকে ঘিরে,
সোনালি সুদিন আসে ঘুরেফিরে,
কেমন করে প্রেমপুজারি
সাধনা করে নিশিদিন,
এর উত্তর আমি জানি
জানাবো তোমায় একদিন।