তোমার জন্য পথ পানে চেয়ে আছি,
তোমার জন্য কত কষ্ট সয়ে আছি,
তোমার জন্য প্রহর গুনি প্রতিটা দিন,
তোমার জন্য সাদাকালো মনটা রঙ্গিন,
তোমার জন্য গান বানিয়ে নিজেই গাই,
তোমার জন্য মাঝে মাঝে গণধোলাই,
তোমার জন্য পাগল ভাবে ওরা আমায়,
তোমার জন্য কাকের দৃষ্টি আমার মাথায়,
তোমার জন্য একই রকম বারো মাসে,
কখন তুমি বসবে এসে আমার পাশে !


তোমার জন্য বিস্মৃত আজ সকল কিছু,
তোমার জন্য দুষ্টু ছেলে আমার পিছু,
তোমার জন্য কেটে গেলো অনেক বছর,
আজও আমি পেলাম না তোমার খবর,
ঐ যে হটাৎ বাসের চাকায় সন্ধ্যাকালে,
ওরা তোমায় নিয়ে গেলো হাসপাতালে,
ফিরে তুমি আর এলেনা- দিন চলে যায়,
তোমার জন্য বসে আছি আশায় আশায়,
তোমার জন্য বুক ফেটে কান্না আসে,
কখন তুমি বসবে এসে আমার পাশে !