একদিন আমি সূর্য হবো।
ভোর থেকে গোধূলির শেষ পর্যন্ত
আলোর সাথে ভালবাসা বিলিয়ে দেবো।
তারপর আমি চাঁদ হবো।
জোসনার সাথে মিশিয়ে দেবো ভালবাসা।
আমার ভালবাসা গাছের,ফুলের,মাটির,বাতাসের
সাথে মিশে এক হয়ে যাবে।
রাস্তায়,ফুটপাতে কুকুরের পাশাপাশি যে মানুষ শুয়ে থাকে,
ভবঘুরে,মাতাল,পাগল যাদের খাবার না জুটলেও
অবহেলা,গালিগালাজ বিস্তর জোটে
আমার ভালবাসা তাদের মাথায় হাত বুলিয়ে দিবে।
ঐযে চামড়াসর্বস্ব বৃদ্ধ যে নিজের শরীরের ওজন
নিজেই সইতে পারেনা তার কাঁধে সংসারের ভার!
বোজাই ঠেলাগাড়িটার ওজন যে বড্ড বেশী!
দুঃখ-কষ্ট তার বুকে এতো জোরে চাপ দেয়,
তার চোখ থেকে গড়িয়ে পড়ে জল,মুখ থেকে দীর্ঘশ্বাস।
রোদ্দুরের উত্তাপে ঘামে ভেজে,বৃষ্টিও তারে ভেজায়,
তার ভেজা শরীরে ভেজা চোখ কেউ দেখেনা।
একদিন আমার ভালবাসা বৃদ্ধ লোকটার পাশে থেকে
হাত লাগাবে ঐ ঠেলাগাড়িটায়।
একদিন আমি কাক হবো।
এতো জোরে ডাকবো যাতে ধর্ষিতার হাহাকার কেউ
শুনতে না পারে,শুনেই বা কি লাভ,যার কষ্ট সেইতো পায়!
একদিন আমি কান্না হবো।অঝোর কান্না।
সব মানুষের ভিতরে আনাচে কানাচে লুকিয়ে থাকা কান্না।
একটানা ঝরে সব দুঃখ-কষ্ট বের করে আনবো হৃদয়ের
গভীর থেকে।
একদিন আমি হাসি হবো।
সবার জন্য সব মানুষের মুখে
হাসি হয়ে মিশে যাবো।
তারপর কাউকে ছেড়ে আর কোথাও যাবোনা।