আর একটু বাকি, আর একটু অপেক্ষা করো,
তোমার চোখে রেখেছি চোখ,হাতে হাত
তোমার ভারী নিঃশ্বাস আমার চোখে মুখে ।
মুখোমুখি আমরা দু'জন,অস্থির হৃদয়,অশান্ত মন
থিরথিরিয়ে কাঁপছে ঠোঁট
আবেগে,দুঃখে অথবা সুখে ।


আর একটু বাকি, আর একটু অপেক্ষা করো,
তোমাকে যেদিন দেখেছিলাম,সেই প্রথমবারে
মনে পড়ে,তোমার মনে পড়ে !
নীল শাড়ি,নীল টিপ,নিল চুড়ি
তোমার তন্বী শরীরে রোদের ছড়াছড়ি
আকাশের সমস্ত নীল শরীরে জড়িয়ে
নীল সাগরের বুকে নীল পদ্ম হয়ে ছিলে দাঁড়িয়ে
সেই দেখা,যে দেখায় কামনার উত্তাপ ছিলনা,
পাপ ছিলনা,ছিল মুগ্ধতা ।
আমি আমার চোখের প্রতি কৃতজ্ঞ,
আমার সমস্ত ইন্দ্রিয়ের প্রতি,
সমস্ত অঙ্গপ্রত্যঙ্গের প্রতি কৃতজ্ঞ
আমি আমার স্রস্টার প্রতি কৃতজ্ঞ,
তিনি সবকিছুর মাঝে শুধু আমাকে নয়
সৃষ্টি করেছে তোমাকেও,আমি তোমার প্রতি কৃতজ্ঞ ।


আর একটু বাকি, আর একটু অপেক্ষা করো,
আর একটু পরেই আমার সমস্ত প্রেম শেষ চুম্বনে
এঁকে দেবো তোমার মেহেদীরাঙ্গা হাতে
নিজেকে উৎসর্গ করে দেব,সঁপে দেবো তোমার প্রতি ।
তারপর তোমার যেদিকে ইচ্ছা,
যার কাছে ইচ্ছা চলে যাও
ফিরে যাবার জন্য আর এসোনা !