ঘুমাও তুমি
ঘুমাই আমি
ঘুমায় আজ সভ্যতা,
আলোর পথে
কালোর মিছিল
জয়ী কি তবে বর্বরতা?
নীরবতার নূপুর
পায়ে দিয়ে হায়,
ঘুম ভাঙানিয়া গান
ঐ মহাকাল গায়।
ফিরবে কি সম্বিত?
মিলেমিশে আজ
একাকার হয়ে যাক
জমা যত প্রেম,ভালোবাসা-দ্রোহ
চাই শুধু একটি বিদ্রোহ ।।