বর্ষা
          সুমন রঞ্জন সেন
            13/05/2020


বর্ষা তুমি শতরূপা ধরা মাঝে দৃষ্ট
কালো ছায়া সরে গিয়ে ক্ষণে নভ সৌম্য,
বারে বারে তোমা থেকে কত কিছু সৃষ্ট
শুষ্ক ভূমি সিক্ত থাকে বর্ষা এলে রম্য।


ধীরে ধীরে বর্ষা আসে শব্দ ভাসে কানে
মৃদু বায়ু সঙ্গ থাকে বৃষ্টি কণা পড়ে,
নেত্র মাঝে বর্ষা রাণী মুগ্ধ বর্ষা পানে
পুষ্প ফুটে গন্ধ ভাসে বৃক্ষ পত্র নড়ে।


বর্ষা দেখে মুগ্ধ মর্ম বর্ষা এলে নাচে
নভ থেকে ভবে এলো ক্ষণে হাস্য চিত্ত,
ভাবে বশে কত খেলা বর্ষা আছে কাছে
হেসে খেলে মম পাশে থাকে যেন নিত্য।


বর্ষা প্রেমে হাস্য চিত্ত হৃদে কত রঙ্গ
স্নেহ স্পর্শে শত ঢেউ খেলে সর্ব অঙ্গ।