ভাবতে ভালো লাগে
তার সবকিছু আমাকে
কেবল আমাকে ঘিরে
কোথাও ভুল হচ্ছে নাতো
একটি  মানুষের থাকে
অগুনতি শাখা প্রশাখা
শুধু কি তাই
প্রশাখায় জড়ানো চিরল চিরল পাতা---
সময় চেনায় কতো কি
তুমি আমি নই
আমি তুমি নও
তবুও অনিবার্য,  সংযুক্ত
সবকিছু  সড়কের মতো
যেনো কোনো অনিবার্য সংযোগ
সংযোগ ছুঁয়ে যায় দুই,  তিন,  চার -
আরও অনেক অজানা রাস্তা-ঘাট
নদ-নদী-
নদী কে বানায়?
কে বানায় পথ?
গল্পেরা ঘর বাঁধে তার বাঁকে বাঁকে
আজ আর গল্প না বাড়াই...