চৌফলদন্ডি, চৌফলদন্ডি,চৌফলদন্ডি...
যাবে, যাবে, যাবে...
কিশোর কণ্ঠের করুণ আবেদন;
ব্যস্ত সময় ,ভিন্ন গন্তব্য
মন বলে, "যাবে নাকি চৌফলদন্ডি"?
অথবা অন্য কোনো অজানা স্টেশনে
তারপর ধুলোয় কাদায় মিশে
জনস্রোতে -জলস্রোতে একাকার-
সব কষ্ট -সব সুখ -সব স্মৃতি -
সব পিছুটান ভুলে,
জাগতিক দায়হীন কোনো গন্তব্যে-