বার বার বলেছি
ভুলে যেও  আমাকে
যেমন  করে মানুষ ভুলে যায়
বিগত শতাব্দীকে-
আমার কোন সমৃদ্ধ অতীত নেই
নেই কোন দ্যুতিময় ভবিষ্যৎ-
আছে কেবল রুঢ় বনসাই বর্তমান
এখানে দাঁড়িয়ে স্বপ্ন দেখার সাহস করিনা
ভেঙে যাওয়ার ভয়ে-
কতোবার ভেঙে খান খান হবে স্বপ্নেরা!
তবুও স্বপ্নেরা থেমে থাকেনা কোনদিন
এই বিষণ্ণ সময়ে দিবানিশি স্বপ্নেরা উুঁকি দেয়
ঢুকে পড়ে ঘুমপ্রিয় মস্তিষ্কের মুক্তাঞ্চলে
গড়ে তুলতে চায় উচ্চতম স্বপ্নমিনার
উস্কে দেয় ষড়যন্ত্রীর মতো
আমার আজন্ম স্বপ্নকারিগর হওয়ার স্বপ্ন-