অবহেলার আঙ্গিনায় রোজ রোজ বিস্ময় ফুল ফোটে -
চারদিকে  তাকানোর সময় কোথায় আমার?
তুমি রাগ কোরো না !
সময়ের শত ভাগ এলেবেলে অপচয়!
বিনিময়ে বিলাসী দ্বন্দ্ব -মালিন্য -ঝগড়া -বিবাদ কিনি-
আমার মনযোগের কণা পরিমান তোমাকে দেইনি!
তুমি রাগ কোরো না,
তোমাকে আগে কখনও এভাবে দেখিনি -
তোমার মলিন হাতে লুকানো
আমার জন্যে অনামিকা পুষ্পস্তবক-
আগে কখনও চোখে পড়েনি-
তুমি রাগ কোরো না !
কোন সুখে পরাজিত হতে হয়
জীবনের কাছে?
সব স্মৃতি আজ বাক্সবন্দি-
জানি গভীর অভিমানে
রাগ করা ভুলে গেছো তুমি!