বয়স তোমার কাছ থেকে
ডাকাতের নিষ্ঠুরতায়  কেড়ে নিলো
দুরন্তপনা-আগুনের সব দাপাদাপি-
শক্ত গ্রীবার অহংকার -
ঘন চুলের বন্যা থেকে ঝরে পড়া কালো বিদ্যুত-
কেড়ে নিলো রূপ-
যেখানে বুঁদ হয়েছিলো অতীত-
তোমার দিকে আজকাল তাকাতে পারিনা-
বড় বেশী অসহায় লাগে -
এখন সময়কে ছাড়া কাউকে ঈর্ষা করা ভুলে গেছি-
আর তোমার যেকোনো পরাজয়
মূলত  আমারই ব্যর্থতার ইতিহাস হয়ে উঠে-