প্রতিদিন অসংখ্য সীমাবদ্ধতায় ডুবে থাকি -
প্রতিদিন বিচ্ছিন্ন হয়ে থাকি-
কোথাও কোনো বন্ধন খুঁজে পাইনা
যোগসূত্রহীন হয়ে অন্ধকারে মুখথুবড়ে পড়ে থাকি-
নিজের অধঃপতন দেখি মেরুদণ্ডহীন জীবের মতো-
ভুল শর্তে মিমাংসা মেনে নেই -
সব কাজ অসমাপ্ত ফেলে রাখি-
কোনো অর্জন আশার মুখ দেখেনা -
একদিন দ্বিধা-শংকিত পা ফেলে ফেলে
কিভাবে চলে আসি শহীদ মিনারের পাদদেশে-
এক প্রবল জনস্রোতের সাথে দেখা হয়
কখন স্রোতের একজন হয়ে যাই
জনারণ্যে হারিয়ে যাই -
সমস্ত ব্যর্থতা সেরে উঠা অসুখের মতো
ছেড়ে যায় আমাকে-
কি যেন ভর করে অস্তিত্বে -
ছুঁড়ে ফেলি পরাজয়ের যত জমে থাকা গ্লাণি-
জেগে উঠে আকাশের মতো নির্মল আত্মবিশ্বাস -
এখন আর একা নই মোটেও
এবার  গন্তব্য হবে শিখা-অনির্বাণ-