গতকাল পর্যন্ত হামাগুড়ি দিয়ে
স্বপ্নের সিঁড়ি বেয়ে বেয়ে এখানে উঠে এসেছি-
স্বপ্নেও কতো যে ভেজাল থাকে ---
ভুল স্বপ্নে -ভুল গ্রহে অর্থহীন পরিভ্রমণ-
নষ্ট সময়ের সাক্ষী থাকে এই একখণ্ড জীবন,
আলোহীন চাঁদের সাথে বার বার দেখা হয়---
আমি যে সূর্য্যতপা
সূর্য্যের দেখা কি মেলেনা?
সেই তেজস্বী সূর্য্য -
যে পৃথিবীর গলিত বর্জ্যকে বদলে দেয়
নিজস্ব উত্তাপে-
যে পৃথিবীকে পুরনো হতে দেয়না কখনো
যে তার ভার তুলে দেয় নতুনের হাতে-
কেন মৃত জোত্স্নার সাথে দেখা হয় বার বার?
যূগ যূগ ধরে অন্ধকার চোখে
পরাজিত সৈনিকের মতো
হাঁটু মুড়ে বসে থাকি-