এক প্রাণঘাতি সংকটের কিনারে এই পরিচয়
অসভ্য -জংলী সময়,ক্ষমা জানেনা
জানেনা মানবতা-
কেবল জানে অপরাধ-হিংসা -বিদ্বেষ-যুদ্ধ -
জানে ক্ষতে আগুন জ্বালানোর অভিনব কৌশল-
আমি তো সময়কে সাথে নিতে চাইনি!
সময়ের সব সীমাবদ্ধতাকে
ছুঁড়ে ফেলেছি অতিতের অন্ধকারে-
নাকি সময় নির্দয় ক্ষমাহীন
ছায়া-সংগীর মতো হাঁটে আমার পিছনে পিছনে -
বহু কষ্টে উঠেছি এই সুস্থ্যতার শিখরে
কিছুতেই পড়ে যেতে চাইনা পরাজয়ের অন্ধকার খাঁদে-
এখন এই শ্যামল-শান্তিময় উপত্যকা জুড়ে
গভীর বিশ্বাসে-নিবিড় ভালোবাসায়
শুধুই প্রতিধ্বনিত করবো আমার নতুন সুখের নাম-
যদিও পায়ের পাতায় কিছু ক্ষত-চিহ্ন-
দিগন্তের ধূসর কুয়াশা-
আমাদের পথের কাঁটা হয়ে থাকে -