শুধু এক মূহুর্তের তাল কেটে যাওয়া
তারপর নিজেকে সামলে নেওয়া -
সাধারণের সংকটের তালিকায় কি কি থাকে?
প্রেম-ঈর্ষা-ঘৃনা-অপারগতা,পার্থক্য ইত্যাদি-ইত্যাদি?
যখন সময়কে অধিগ্রহন করে অপ্রেম
তখন কিছুই থাকেনা
থাকেনা ভালোবাসা অথবা ঘৃনা-
তবু কিছু স্মৃতি-কিছু সংকট
হোতে চায় নির্বোধ ছায়া-সংগী-
স্মৃতির রংধনু-পালক খসে গেছে
পড়ে আছে এই কুতসিত অবয়ব-
এইসব অসহ্য সত্যের মুখোমুখী
কেবা হতে চায়?
এখন স্মৃতির ঘরে কাঁটা-
এখন হাতে হাত রাখে নিসংগতা
গভীর আস্থায়-প্রগাঢ় বিশ্বাসে-