স্বল্পায়ূ সময় ফুরিয়ে গেলো -
শেষ বিকেলের আলোর হাত ধরে
হুটোপুটি করে-
শরত-দিনের হঠাৎ পাওয়া রোদ-বৃষ্টির লুকোচুরীর মতোন-
ঘাস-ফুলের গোলাপী নরম সকাল-হোতে পারতো আর একটু দীর্ঘ
দূরন্ত ফুড়ুত পাখিটা একবার না হয় ধরা দিতো
স্পর্শের সীমানায়-
ছুঁয়ে দেখতাম ওর নরম পালকের রঙ-
ক্ষুব্ধ চোখে তাকিয়ে দেখি ইচ্ছেগুলো খুব অধরা -
চোখের সামনে শীত-কুয়াশা-
ভীড়-ভাট্টা, ধুলো-কাদা-
তোমার সাথে ধূসর সময় -দীর্ঘ এক যুগের মতোন-