অনেকদিন দেখল সে পৃথিবীকে
ভালোয় - মন্দোয়-
শরীর-মন চেয়েছিলো আরো কিছু স্মৃতি-
প্রিয়দের আরো একটুখানি ভালোবাসা-
ব্যস্ত সবাই বর্তমান নিয়ে
তার কথাগুলো কেউ
স্পষ্ট করে চায়নি শুনতে -
সবাই চেয়েছে মাঝপথে থামিয়ে দিতে-
বুঝিয়ে দেওয়া তুমি অপ্রয়োজনীয়
কবে দেবে মুক্তি !
সে চাইলো আরো মরিয়া হয়ে
তার অস্তিত্ব জানান দিতে -
কাজের মেয়েটি অনেকদিন ভাসেনি
পোলাউ-চালের সুগন্ধীতে -
তার চাই ফাটা ত্বকে
সর্ষের তেলের অতৃপ্ত-শুশ্রুষা-
ছেলেদের চাই দলিল ও নগদ নারায়ণ-
মেয়েদের পছন্দ ছিলো
উত্তরাধিকারের গহনা-গাটি-
ছেলের-বউরা ভাবছিল :
"শাড়ী-চাদরগুলোও কি মেয়েরা হাতিয়ে নেবে ?
এতোদিনেও আমাদের কোনো অধিকার জন্মেনি?"
দীর্ঘ -অভিজ্ঞতাময় একখণ্ড অলিখিত ইতিহাসকে -
উত্সর্গীকৃত এই নিবেদিত প্রাণকে -
শুধুমাত্র মৃত্যু নিশর্ত স্বাগত জানালো
সাদরে-আভিজাত্যে -