এক শর্তহীন ভ্রমনে কবে কখন বেরিয়ে পড়ি
একসাথে অনেকটা পথ পাড়ি দেওয়া হোলো
শিশিরের মতো জমে আছে
কিছু হীরকোজ্জ্বল দূর্লভ মূ্হুর্ত-
জানি তোমাকে ঘিরে আছে শত শত প্রিয় মুখ -
অগণিত হিতাকাংক্ষী-
আমিও তাদের মতো ভীড়ের এক মুখ -
চলার পথে কতো ধুলোর রেণু লেগে থাকে পায়ে -
অবচেতনের গভীরে
বসবাস করে কিছু কারু-মুখ-
শব্দকোষের ভেতর থেকে তুলে আনা
পুরনো কোনো শব্দের মতো
বেঁচে থাকে তারা -
সৌখিন পাঠক তুলে আনে তাকে
শব্দেরা ডানা মেলে সময়ের বাতাসে-
বিদায়ের এ এক অনিবার্য ক্ষণ
আজ কিছু চাইনে তোমার কাছে -
শুধু একবার তীব্র আত্ম-চিতকারে
সব অমোঘ সত্য - নিষ্ঠুর নিয়তিকে বিদীর্ণ করে
জানতে সাধ যায় :
''এই শর্তহীন ভ্রমনে
তুমিও কি আনন্দিত সহযাত্রী ছিলে ?''