তোমাকে আজো একটুও ভুলিনি
জেনেছি তীব্র অভিমান করেছো
এই নির্লিপ্ত ব্যবহারে-
বিস্মিত হয়েছো এই দারুণ নিস্পৃহতায়-
চাইনা তোমার স্মৃতির কোনো এক গলি-ঘুপচিতে
সুখ অথবা যন্ত্রনা হয়ে বেঁচে থাকি ;
জানোতো মনে রাখার কি অসম্ভব যন্ত্রনা?
কি অতুল আনন্দ !
এমনকি স্মৃতি-আচ্ছন্ন হয়ে
এই যে এলেবেলে অর্থহীন বিষন্ন দৈনন্দিন---
যা ক্ষতি - প্রাপ্তি সবই একান্ত-
তুমি বিব্রত হও -উদাসীন হও;
ছকেবাঁধা জীবনে নেমে আসুক ছন্দ-পতন;
সজ্ঞানে কি চাইতে পারি এসব?
"যা কিছু পেলামনা তো সে আমার নয়"
ভালোবাসার অন্য নাম শালীনতা জেনে
তোমার নিজস্ব ভুবনের উল্টোপথে
আজ এই পদযাত্রা-
বেছে নেই স্বেচ্ছায়-সযত্নে -