গতকাল সন্ধ্যায় দুইসারি ঝাউবনের অন্ধকারের ভেতর দিয়ে
সমুদ্র গর্জনের মন্দ্রিত সুর মূর্ছনায় বিলীন হওয়া লগ্নে
আমরা দুজন হেঁটে চলেছিলাম
পেছনে পিছিয়ে পড়া বাচ্চাদের কোলাহল
আমিও দায়ীত্ববান অভিভাবক হয়ে উঠি-
জানি এই সন্ধ্যা-এই অন্ধকার
তোমার মনে জমে থাকা কৌতুহল
এসব কোনো শেষ ছবি আঁকতে জানেনা -
সময়ের গলিপথে এই অদ্বিতীয় ভ্রমণ
পৃথিবীতে আর একবার আসেনা-
অথবা আসে অন্য মাত্রা নিয়ে
যা কখনো এই মাত্রা পায়না -
তোমার আপাত ব্যক্তিগত উদাসীনতাও
শেষ সত্য নয় জেনেই
একটু বেশী বৈষয়ীক হয়ে উঠি-
হিংসা-ঈর্ষা-কারণে অকারণে অভিমানি হওয়ার
উর্দ্ধে উঠে যাওয়া নির্মোহ সময়কে
মেনে নেই নতজানু বাস্তবতায়-