এক একটি দিন অপ্রয়োজনীয়
অকারণ দীর্ঘ মনে হয়-
অপেক্ষায় থাকি
কোনো মতে উতরে নেবো বলে-
কোনো কোনো দিন
আনন্দের দূতী হয়ে আসে
আমাকে ভাসিয়ে নেয় উড়ুক্কু তুলোয়-
কোনো কোনো দিন
তোমাকে বড়  চেনা মনে হয়
মনে হয় এই জানাজানি
এই যাত্রা বড় বেশি ভরষা দেয়-
কোনো কোনো দিন
ধুসর কোনো দূঃখ নোংগর করে
হৃদয়ের ঘাটে-
জানান দেয়
আমরা কখনো ছিলামনা কারো আপন।
কোনো কোনো দিন
জীবন অকারণ হাহাকারের অন্ধকারে
নিঃশর্ত ভালোবাসা খুঁজে ফেরে--