বিদ্যুত নেই সারারাত ..
জল নেই স্নান ঘরে
মহল্লায় পানির জন্যে মরীয়া হাহাকার-
আগের সময় হলে
ঝরে পড়তো এক্গুচ্ছ প্রতিবাদ-ক্ষোভ-
আজ আলোর ব্যবস্থা ছিলোনা-
শরীর বেয়ে পড়ছে স্যাঁতসেতে ঘাম-
এলোমেলো গৃহস্থালী-
আজ এই প্রিয় জনপদ ছেড়ে চলে যেতে হবে
যাবো অজানা শহরে
আজ এই চেনা শহরটাকে
তোমার মতো অচেনা লাগে-
আজ পাথেও
চূর্ণ হওয়া গভীরতম বিশ্বাস-
এই শহরটাও যাবার বেলা খুব কাঁদালো
চোখ বুঝলে তোমার মতো
দেখতে পাই এর অলি-গলি-
কে বেশী আচ্ছন্ন করেছিলো
নির্বোধ শহর -না তোমার কিছু সজ্ঞান আয়োজন?
আজ সব দায়-সব বোঝা
মাথায় তুলে নিয়ে
ক্লান্ত শিকারের মতো পালিয়ে যাওয়া
পরিচিত জীবন থেকে-
ফেলে যাওয়া খোলামেলা স্বপ্ন-ঘর-
ভুল জোত্স্নায় ভেসে যাওয়া অন্দর-মহল-
যেখানে চলেছি সেখানে ঘরে -বাইরে
কেবল অন্ধকার---
সেখানে তুমি নেই!
সান্ত্বনা নেই -
তবুও জীবন বড় নেশা ধরায়-
থেমে থাকেনা কারো জন্যে কিছু-