মূলত তোমার কাছে যাবো বলে
এই পদযাত্রা-
এই অন্তহীন পথিক-জীবন-
সেই কবে থেকে হেঁটে চলা
জীবনের শত-শত চড়াই-উতরাই-
ঘোলা জলের ডোবায় ওষ্ঠাগত-প্রাণ-
পতিত-অনুর্বর জমিতে
উদ্দেশ্যহীন এলোমেলো
নষ্ট করে ফেলা সময়-
শ্বাস রূদ্ধকর ক্লেদাক্ত নর্দমা থেকে
উঠে আসার আপ্রাণ চেষ্টা-
কংক্রীটে রক্তক্ষরণ-
লুটেরাদের হাতে ছিনতাই হওয়া
যতো মানবিক অর্জন -
শুধু তোমার কাছে যাবো বলে;
কেনো দিগন্তের মতো
এমন দূর থেকে দূরে সরে যাও?
তোমার নাগাল পাওয়া
যেনো এক অসম্ভব কষ্ট-যাত্রা-
বিশ্বাস করবে কি!
কেবল তোমাকে পাওয়ার আশায়
এই জীর্ণ দেহ-মনে
একদিন গন্তব্যে যাবো
এই স্বপ্ন নিয়ে
এক সংগ্রামী অভিযাত্রার
একনিষ্ঠ শামিল হওয়া
এই দূঃসাহসী বেঁচে থাকা-


**জনৈক সংগ্রামী বন্ধুকে উত্সর্গ করে ...