সত্যি বলতে কি
তোমাকে বিশেষভাবে ভেবে দেখিনি আগে কোনোদিন
কতো রকমের বোধ-বিশ্বাসের বেড়াজালে
ঘিরে থাকে এই মন-
আগাছা-লতা-পাতায় ঘিরে থাকে
আমাদের ভালোগার অংগন---
কতো উপেক্ষা করেছি -
কতো সজ্ঞান কৌশল তোমাকে এড়িয়ে চলার-
কতো অযাচিত অত্যুক্তি -
অস্বীকার করা ঠিক নয়
একটি তৃতীয় নয়ন হয়তো খোলা থাকতো সবসময়
অবচেতন অন্ধকারে লুকিয়ে ছিলে হয়তো
আলোর ভূবনে আহবান করা হয়নি কোনোদিন-
আজ তার সাথে তোমাকে দেখলাম
সারিবদ্ধ ধুসর সবুজ ঝাউ বন-
শেষ বিকেলের স্বপ্নালোকিত পথ-
হেঁটে গেলে তোমরা দুজন;
আমাকে আচ্ছন্ন করে
হঠাত পাওয়া এক দেঊলিয়াপনা -
কেমন বিবর্ণ হয়ে যায় রোজকার চারপাশ
কণে দেখা আলোর সব উজ্জ্বলতা
তোমার চোখের গভীর থেকে প্রতিসরিত-
এই ঈর্ষা কোথায় ছিলো এতোদিন?
আমি তার উত্স জানিনে --