তখন নিজেকে সাজাই রংধেনুর সাত রঙএ
আমার ঘর-বাড়ী-
আমার আসবাব-অন্দরমহল -
অন্দর -বাহির-
কেউ জানেনা কেনো?
আমার হৃদয়ের শহরে
যতো অরণ্য মাথা তুলে দাঁড়ায়-
যতো গোলাপী চেরী
আকাশের শুন্যতা দখল করে নিতে চায়-
সীসা রঙ্গা বিকেলের মেঘে রং ছড়ায়?
শুধু আমি জানি ---
তবুও নিজের কাছে এই সত্য
আজও স্বীকার করা হয়ে উঠেনি -