ঠিক কখন থেকে অপেক্ষায় ছিলাম -
অজানা জীবনের অচেনা অভিজ্ঞতাগুলো
আমাকে ছুঁয়েছে নিবিড় আহলাদে
আমিও গভীর অনুভবে অবগাহন করে গেছি
ইচ্ছায় -অনিচ্ছায়-
হায় সময় ! একটু বেশীই সে জ্বালিয়েছে আমায়---
তুমি ছিলে আমার কাছে
গভীরতম রহস্যে মোড়ানো এক অস্তিত্বের মতো
তুমিও একদিন আটপৌরে আহলাদে
ভেঙ্গে পড়লে ঠুনকো কাঁচ-পাত্র হয়ে-
হায়! আজ আমার অবাক হওয়ার চারপাশে
এমন কিছু নেই -
নেই কি?
এ বৈরাগ্য নয়
এক একঘেয়েমী রাজত্ব করে আমার দৈনন্দিনে -
এমনকি গভীর প্রতিশ্রুতি নিয়ে
হেঁটে দেখেছি
জীবনের ছকবাঁধা পথে---
কেনো ধুসর বর্ষা মেঘে ছাওয়া আলো-আঁধারির অরণ্য
গভীরে হারিয়ে যাওয়ার ঔতসুক্য নিয়ে ডাকে-
কি এমন যাদু আছে ধুসর বর্ষা মেঘে ?
কি আছে অরণ্যের গভীরে ?