মাঝে মাঝে আমি একটি ধাঁধার সাথে কঠিণ যুদ্ধে অবতীর্ণ হই - আমার ব্যক্তিসত্ত্বা কতটুকু স্বাধীন ? নাকি সে পুরোটাই সভ্যতার দাসত্ব করে ?
কবি/পাঠকদের এমন যন্ত্রনার অনুভূতি হয় কিনা ?
নাকি সভ্যতার প্রভূত্বের বাইরে তাঁরা এক স্বাধীন জগত খুঁজে নিতে জানেন?