খুব সাবধানে পা ফেলুন
ফেলছেন তো
যেনো ওরা একটুও টের না পায়
ঐ যে জামগাছের মগডালে ধুন্দুলের ঝোপে একজোড়া হলদে পাখি বাসা বেঁধেছে
জামরুলের ডালে শিশু দোয়েলরা উড়াউড়ি শিখছে-
এই যা একটা টুনটুনি আপনাকে কি স্বাগত জানাচ্ছে তারস্বরে
নাকি বিরক্ত, ঠিক বুঝলামনা-
মাছেরা জলে প্রচণ্ড শব্দ তুলে
পালিয়ে  গেলো
তাতে কি, মন খারাপ করবেননা
ঘাটলায় চুপটি করে বসুন
আবারও ভেসে উঠবে ওরা দলবেঁধে
কালো জরিবুটি তোলা প্রজাপতিরা পর্তুলিকায় ঘুরে ঘুরে মরছে
একঝাঁক লাল শাপলা রঙের আবির ছড়াচ্ছে জলার উত্তর কোণে-
শরতের দুধসাদা মেঘ
নীল আকাশের আদুরে শরীর ছুঁয়ে
উঠে আসছে ধীরে ধীরে
যেনো কোনো তাড়াহুড়ো নেই একজীবনে-
আর বাতাসের কথা কি বলবো
ফিনফিনে শরত বাতাস
আমাকে বসন্তের থেকে বেশী টানে-
তারপরও বলছেন
"চলে যাবেন"
এর থেকেও সুন্দর জগতের সন্ধান
আপনার জানা আছে!