১.
একটা জলার ধারে বসে
শরবতের গ্লাস হাতে নিয়ে
উড়ন্ত প্রজাপতি, ফড়িংয়ের উড়াউড়ি দেখছি
আর একটি মনোরম
ছবির মতো গুছানো সকালের মাঝে
ডুব দিয়ে কাটাচ্ছি ছুটির মুহূর্তগুলো
তবু কেনো দূর্ভাবনা তাড়িয়ে ফেরে
তাড়া খাওয়া তীরবিদ্ধ পশুর মতো
অনেকে বলে
আমাদের মাঝে বাস করে
এক মূঢ় পশু
মেনে নিতে বড় কষ্ট হয়
পশুদের খুব কাছ থেকে দেখে বুঝেছি
তাদের কিছু বোধগম্য রূপ আছে
মনে পড়ে যায় প্রিয় বেড়ালটির স্মৃতি-
মানুষের অস্তিত্ব জুড়ে আছে বালির মুখোশ
একটু খোঁচা লাগলে ঝরে পড়ে
ঝুর ঝুর ঝুর
বেরিয়ে আসে লোভ, হিংস্রতা
ক্রুরতা, সহিংসতা
বেরিয়ে আসে নীচুতা, স্বার্থপরতা, অশ্লীলতা
মানুষকে এতটুকু ভালোবাসতে
বিশ্বাস  করতে থেমে যাই
আবেগের গলার রশিটা
টেনে ধরি শক্ত করে
যথেষ্ট খোঁচাইনা
এই বুঝি ভেঙ্গে পড়বে
অবশিষ্ট বালির মুখোশ
ঝুর ঝুর ঝুর
আজকাল তাই চোখ নামিয়ে চলি


(দুখিত মানুষকে  ছোট করে দেখা
আমার মূল পেশা নয়
মানুষ আমার কাছে এক মুর্তিমান বিস্ময় -)


২.
ফাঁদ পেতে বসে আছে শিকারী
অতি সন্তর্পনে
যদি কোনো বোকা শিকার
ধরা দেয় পাতা ফাঁদে-


৩.
কোনোমতে ফাঁদ থেকে
পালিয়ে যাওয়া শিকার
ফেরে কি পুরনো ফাঁদে আবার?


৪.
তাই বলে থেমে নেই শিকারী
সতর্ক অপেক্ষায় আছে
কখন ধরা দেবে নির্বোধ নতুন শিকার -