ভালোবাসাহীন সময়ের খাঁচায়
বন্দী হয়ে এই নিরুপায়  বেঁচে থাকা
আমিও কাউকে না
কেউ আমাকে না
সারাক্ষণ, দিনরাত্রি যুদ্ধ যুদ্ধ খেলা
শান্তি মুখ লুকিয়ে ভয়ে পালিয়েছে
এ তল্লাট ছেড়ে
আমিও  পালাতে চাই ওর পিছু  পিছু
পালাতে পারিনা
কখন যুদ্ধের সাথে বাঁধা  পড়ে গেছি নিজেই জানিনা
বাণিজ্যের জালে জড়ানো
লোভাতুর বিস্তৃত জীবন
মায়া নেই, প্রশস্তি নেই,
কৃতাজ্ঞতা-বন্ধুতা নেই
শুধু আমাকে পাহারায় রাখে
অন্তহীন সতর্ক প্রহর
কোথায়  থামবে এই অর্থহীনতার
প্রাণঘাতি খেলা