কেউ জানেনা
জানলেও বা কি এসে যায় কার
কার ঘর ভেঙ্গেছে
কার ফেটেছে মাথা হামুন ঝড়ে
কার গাছ পড়েছে শত শত
বিদ্যুত নেই , পানি নেই হাজার ঘরে
সপ্তাধিক অচ্ছুত দিন
কে খোঁজ রাখে?
যুদ্ধ যুদ্ধ খেলা হলে দাম বেড়ে যায়
তেল ডাল চালের
সময় কোথায় মনে রাখার
আপন আপন সামলাতে সব
হিমশিম খায় একা একাই
আরো আছে চাঁদাবাজি
মামলা হামলা, ঘুষের দাবি
ঝুলে থাকা নিস্পত্তিহীন
নিরব নিথর বিষন্ন ক্ষণ
খোঁজ নিওনা, খোঁঁজ রেখোনা
এইভাবেই মরবো সবাই একা একা