সব কবিতার বইগুলো
আর কবিদের উদ্দেশ্যে
এ আমার নির্জলা অভিসম্পাত
মনে হয় যেনো মুদ্রার এপিঠ ওপিঠ
এক-অভিন্ন মসৃন ধাতু দিয়ে গড়া
এতো নির্ভরতা, আস্থা...
যেনো ক্লান্ত পিঠ ঠেকানোর নিশ্চিত দেওয়াল
শেষতক সবটা নিঁখুত অভিনয় হয়ে যায়
তবুও বিস্ময় ঝুলে থাকে
মোহনীয় পূর্ণ চাঁদের মতোন
ঘোর ভাঙ্গতে একজীবন নি:শেষিত-
আজন্ম লালিত "এতোদিন কোথায় ছিলেন" আশাবাদের নিকুচি -
জীবনানন্দ বিষন্নতার তীরে দাঁড়িয়ে কিভাবে করেন এমন কালজয়ী উচ্চারণ!