বিরিয়ানি না থাকলে
আলুভর্তা আর ডাল মেখে দিব্যি খেতাম
নতুন দামী পোশাকটা পাওয়ার আগে
আগেরটা সেরা ছিলো
ধুয়ে কেঁচে সযত্নে ব্যবহার করেছি বহুবার
আগে যে ঘরে থাকতাম তার দৈন্যতা চোখে পড়েনি
নতুন ঝক ঝকে  ভবনে অবস্থানের আগে
টান টান বেতনের টাকায় মাস চলে যেতো
বিকল্প ভাবনার কল্পনা ছাড়াই
এখন হাতভরা টাকা
তবুও কিসের অভাব সারাক্ষণ তাড়া করে ফেরে
তোমাকেও কি এইভাবে একদিন হারিয়ে ফেলবো
সময়ের-সুযোগের ব্যবধানে ?