তারপর মাধবীর সাথে আর দেখা হয়নি
মফস্বলের কলেজ, অবহেলার ভবন
নড়বড়ে শিক্ষার্থী, দারিদ্রের চাদরে ঢাকা শিক্ষক
নির্জন ক্যাম্পাস, বিশাল মাঠ
পুরনো ভয় ধরানো গাছ
কিছু  দুর্দান্ত সাহসিদের
চুপি চুপি গল্প করা প্রহর
প্রেম -প্রত্যাখ্যানের গুঞ্জন
জমজমাট ছাত্র রাজনীতি - আস্ফালন
উত্তেজনায় মোড়ানো বাত্সরিক উত্সব
বৃষ্টি-দিনে কলেজ ফাঁকি
তার তুলনা শুধু সে
নিবিষ্ট বিদ্যার্থী
হাজার জড়তার বাঁধা ঠেলে
গাঁ উজল করা ফলাফল
আমাকে সে প্রতিদ্বন্দ্বীই ভেবেছে হয়তো
চোখে দেখেছি ঈর্ষার ঝিলিক
এখন পড়াই একটা বিশ্ববিদ্যালয়ে
বেশ কয়েকটা বছর উড়ে গেলো
যেনো পলকের ব্যবধানে
স্মৃতির অতলপুরীতে দৃঢ় পায়ে
হেঁটে যায় সে -দৃপ্ত কিশোরী