একটি আধুনিক নগরীর
তকমা ছিলো গায়ে
যেনো আলাদিনের প্রদীপ
হাতে রয়েছে আমার
বাকী পৃথিবীকে পিছনে ফেলে
ছুটে চলতাম দূর্বিণীত
হঠাত নেমে এলো ধ্বস
বাধ্য হোলাম ফিরে আসতে শিকড়ে
সেখানেও পিছু ছাড়লোনা
সংগ্রাম মূখরতা
অনাকাঙ্খিত  প্রতিযোগিতা
প্রাণপণ ছোবল জীর্ণ অস্তিত্বে
বর্তমানে নিভৃত অজ পাড়াগাঁয়ে ঠাঁই
বলা যায় প্রান্তিকে
অনন্যা প্রকৃতি দেবীর পাদপ্রান্তে  
মানিয়ে নিয়েছি
খুঁজে নিয়েছি সুখের অন্যরকম সংজ্ঞা    
ভাবতে ভালো লাগে
নদী, সাগর, পাহাড় হয়তো নির্বিবাদী এমন দিন কি আসবে
এখান থেকেও বিতাড়িত হোতে হবে
শুন্য হাতে