শখ করে, বহু আহ্লাদে পুষেছি
এক সুখপাখি
সারাদিন -সারাক্ষণ চোখে চোখে তাকে হারাই নাকি
আট প্রহর ধান -কলাই-সরিষার অঢেল প্রাচুর্যে তারে রাখি
বুনে দেই বিশ্বাসের প্রথমা কোমল বাসা
হায় পাখি!
চোখের আড়ালে সে আবর্জনা ঘাটে
কেঁচো-কেন্নো-পোকামাকড় আমিষের খোঁজে!
কোথায় হারালো সে দিনভর কতো খোঁজাখুঁজি -
বেড়ালের রাজত্ব  ছিলো চারপাশে
দিনশেষে ক্লান্ত-হয়রান হয়ে দেখি
উচ্ছিষ্ট হয়ে নিশেষিত সে
ভোজ উৎসব শেষ
শোকার্ত পালক ছড়িয়ে ছিটিয়ে
পড়ে আছে চারপাশে
হায় সুখ পাখি!