অনেকদিন কবিতা আসেনা
আমিও কবিতার বড়ীতে বেড়াতে যাইনা
এর মাঝে এক কাণ্ড হয়ে গেলো-
এক সুবেশ,সুসজ্জিতা,অভিজাত,
রূপবতী, সুন্দরীর সাথে
দেখা মিলে গেলো
জানিনা সবাই কি ভাবে
সৌন্দর্য্যের সাথে আভিজাত্যের মেলবন্ধন না হলে তাকে ঠিক সুন্দর মনে হয়না
ইনি আমার সেই কাঙ্ক্ষিত সুন্দর
লাল রঙের রাজসিক আবীর ঢেলে
স্তরে স্তরে বর্ণিল নান্দনিক স্তবক নিয়ে
দোতলার বিশাল জানালার পাশে
মুগ্ধতা  ছড়াচ্ছেন অকৃপণ
তিনি আর কেউ নন
তিনি কৃষ্ণচূড়া সুন্দরী
আর ধন্যবাদ মোখাকে যিনি অনেক ক্ষয়ক্ষতির কারণ  হয়েও
আমাকে এই অপূর্ব  মুহূর্তের
সাক্ষী  করে গেলেন....