দিন যায় রাত যায় শিশু বিবাহ রয়ে যায়,
দেখছি এবার প্রধান কারণ শিক্ষা ছাড়া উপায় নাই।
কি করি কি করি ভাবতে মনটা চায়,
শিশু বিবাহ প্রতিরোধে সচেতনতাই একমাত্র উপায়॥
হাজারো লোকে হাজারো কথা বলে,
শিশু বিবাহ বন্ধ না করলে দেশকি আর চলে।
মা-বাবার পাশাপাশি শিশুরাও জেগো,
শিশু বিবাহ বন্ধ করে পড়ালেখাও থেকো॥
পড়ালেখা ছাড়া মোদের নেইকো কোনো গতি,
জীবনে চলার পথে থাকবে হয়ে সাথী।
হাতে নিব মোরা বই আর কলম খাতা,
জীবনে সামনের পথে থাকবে না আর কোনো বাঁধা॥
শিশু বিবাহের ক্ষতিগুলো বলবো ঘরে ঘরে,
শিশু বিবাহ শেষ হবে চলবে ঝড়ে ঝড়ে।
আঠারো বছরের নিচে মেয়েদের দিবনা বিয়ে,
ছেলেদের দিব বিয়ে একুশ বছরে গিয়ে__
মানুষের মতো মানুষ হওয়া এটাই মোদের মুল ধাঁধা,
শিশু বিবাহ শেষ হবে থাকবে না আর কোনো বাধা॥