মুখ ভার কেন খোকা-খুকু
হাসতে আছে মানা?
ছাগল ছানার নাচ দেখে যাও
তা ধিন ধিন তা না।

মোরগ ভাইয়া করবে বিয়ে
বানর ভাজায়  ঢোল
আহা কি অপরূপ মিষ্টি মধুর
বাংলা মায়ের কোল।

সবুজ শাড়ি মায়ের বসন
হাওয়ায় দোলে শেষ
গোমড়া মুখে থেকেও যেন
যায় রে থেকে রেস।

৪ মার্চ ২০১৮
সময় বিকেল ৪.৫৫