তোমরা আমাকে যতবার শরবিদ্ধ করেছো তোমাদের ঘৃনায়
বিশ্বাস করো তার থেকেও আমি যন্ত্রণায় পুড়ি যদি বল সাব্বাস,
আমার পৃথিবীটা ঠিক কমলা লেবুর মত গোল না বরং অদ্ভুত
যেখানে স্রোতের বিপরীতে বৈঠা বেয়ে মধ্য অপরাহ্নে আমার বাস।
প্রত্যেক ভালোবাসার এক একটা বিশেষ রং থাকে
সেটা হতে পারে হলুদ গোলাপি সাদা অথবা নীল,
আমি কিন্তু রং বুঝি না যা বুঝি সেটা রংহীন রঙ্গিন
এক অনুভুতির অপ্রতিরোধ্য টানাপোড়েনের দাখিল।
তোমরা আমাকে নিয়ে কটূক্তি করো কিংবা নিন্দা
তাতেই আমার শক্তি জাগে আমার বিরল উন্মাদনা
তোমরা আছো বলেই হয়তো আমি মরে ও ফিরি,
একটা হাততালি একে একে জমা হয় বিশ্বাসের দানা।


একটি মেয়ে সেই শুধু দূর থেকে আমাকে খবর দিলো
আমি সম্ভবত আজকের দিনের বাদশা আকবর শাহেনশা
তবু সে আজ আমার অধরা কেবল এক চিলতে রোদ্দুর
আমি তাকেই পাবো শেষ রাস্তার শেষে এ আমার আশা।


একটাও ভোরের আলোয় তার গন্ধ বিলীন হয়নি
বরং আরো বেড়ে গেছে আমি হয়ে পড়ি উদ্বেল
তোমাকেই ভালোবেসেছি তোমাকেই চাইছি খুব
এভাবেই জমে উঠুক লুকোচুরির এই খেল।