সম্যক বিমূঢ়তায় নিস্তব্ধ দুজ্র্ঞেয়
গভীরে গভীরে তলিয়ে যাওয়া
একটি আবেগ আকস্মিক জেগে উঠে
রজনীগাঁথায় গেঁথে আছে সুগন্ধি হাওয়া।
বহুবার হেরে হেরে তলিয়ে গিয়েছিলাম
হারিয়ে যেতে চেয়েছিলাম চিরতরে অন্ধকূপে
একটি চিন্তায় আবার ফিরলাম দ্বিতীয়
উপাখ্যানের অবিসংবাদিত নায়ক রূপে।
সে তোমাকে দেওয়া আমার প্রতিশ্রুতি
কখনই তোমার দেওয়া কষ্টে ভাঙবে
না আমার সহ্যের ক্ষতবিক্ষত বাঁধ,
তাই আবার ফিরলাম নিজেই হয়ে নিয়তি।
আজকে আমি উত্তাল ভয়াল দুর্বিনীত
মৃত্যুর সাথে করি শ্বাসরুদ্ধকর লড়াই
আমি অপ্রতিরোধ্য অজেয় কিংবদন্তি
কুর্নিশ করে যায় মহাবিপদ যত ক্লান্তি।


সত্যি মিথ্যে কি আর দামী এই শেষবেলায়
হৃদয় থেকে মুক্তি দিলায় আজকে তোমায়।